Posts

Showing posts from December, 2023

ক্ষুদিরাম বসু --- সম্পাদকীয় ডেস্ক

Image
  জন্ম ৩রা ডিসেম্বর ১৮৮৯ এবং ১১ই আগাস্ট ১৯০৮। পরাধীন ভারতে অগ্নিযুগের স্বাধীনতা বিপ্লবী আন্দোলনের বীর পুরুষ। মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেশপুর থানার অন্তর্গত মৌবনি গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজোলার তহসিলদার। মাতা হলেন লক্ষ্মীপ্রিয়দেবী। তিন কন্যার পর মায়ের আদরের সন্তান ছিলেন ক্ষুদিরাম বসু। অল্প বয়সে মা কে হারান ক্ষুদিরাম। দিদি অপরূপার কাছে দাসপুরে মানুষ হন। তমলুকের হ্যামিলটন হাই স্কুলে ভর্তি হন। এরপর মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভ করেন। ১৯০২ সালে অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করতে গেলে দেশের স্বাধীনতার ধারাবাহিক আলোচনা বক্তৃতা শুনে এবং গোপন বিপ্লবীদের বৈঠকে সক্রিয় থেকে ক্ষুদিরাম ভীষণ ভাবে অনুপ্রাণিত হন। এরপর অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে কলকাতায় বিপ্লবী বারীন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন। মাত্র ১৫ বছর বয়সেই ক্ষুদিরাম অনুশীলন সমিতির সক্রিয় সদস্য হয়ে যান। ভারতে ব্রিটিশ বিরোধী পুস্তিকা, পত্রক বিলি করেন প্রকাশ্যে পুলিশ গ্রেফতার করলে জেলের বাইরে বোমা মজুত করে ব্রিটিশ পুলিশদের নিশানা করেন ক্ষুদিরাম। মেদিনীপুরের জ্ঞানেন্দ্রনাথ বসু এবং ...