এক অনন্ত সূর্য : সুমন চন্দ্র দাস
সূর্য সেন, জন্ম ২২ মার্চ ১৮৯৪ এবং মৃত্যু ১২ই জানুয়ারি ১৯৩৪। জন্ম নোয়াপাড়া, রাউজান উপজেলা, চট্টগ্রাম। বাবা রাজমনি সেন, মা শশিবালা সেন। তাঁদের দুই ছেলে এবং চার মেয়ে ছিলেন। বড় ছেলে সূর্য সেন। বাল্যকালে বাবকে হারিয়ে কাকা গৌরমনি সেনের কাছে মানুষ হন। ছোট্ট বেলা থেকেই মেধাবী এবং ধর্ম মনোভাব স্বভাবের ছেলে ছিলেন সূর্য সেন। প্রথম স্কুল ছিল দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। নোয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯১২ সালে চট্টগ্রাম নন্দন কাননে অবস্থিত হরিশদত্তের ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা পাশ করে চট্টগ্রাম কলেজে এফ এ তে ভর্তি হন। পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বি.এ পড়াশুনা করেন। চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা করেন। অসহযোগ আন্দলনের পর স্কুল বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ান বাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধরি প্রতিষ্ঠিত উমাতারা উচ্চ ইংরেজী বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসাবে যোগদান করেন। স্বাধীনতা সংগ্রামের বীর পরাক্রমের অধিকারী ছিলেন মাস্টরা দা। ডাক নাম ছিল কালু দা। তিনি মূলত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এই সময়ের মধ্যেই বঙ্গের বিপ্লবীদের সঙ্গে ভীষণ সম্পর্ক হয়ে ...