Posts

Showing posts from September, 2023

অগ্নি যুগের যাজ্ঞসেনী

Image
প্রীতিলতা ওয়েদ্দদার , জন্ম ৫ই মে ১৯১১ এবং মৃত্যু ২৪ সেপ্টম্বর  ১৯৩২। ডাকনাম রানী ছদ্ম নাম ফুলতারা। জন্ম চট্টগ্রামের ধলঘাটের পটিয়াতে জন্ম। পটিয়াতে মামা বাড়িতে মানুষ হন। ভাইবোন সব মিলিয়ে ছয় জন। মধুসূদন , প্রীতিলতা , কনকলতা , শান্তিলতা , আশালতা এবং সন্তোষ। বাবা জগদ্বন্ধু ওয়েদ্দাদার মা প্রতিভা দেবী। স্কুল জীবন চট্টগ্রামের ডা খাস্তগির সরকারী বালিকা বিদ্যালয়ে। স্কুলের দিদি ঊষা সংগ্রামী নারী চরিত্র রাণী লক্ষীবাঈ সম্পর্কে পড়াতেন। ছোটবেলা থেকে দেশের কথা , বাঘা যতীন , ক্ষুদিরাম , কানাইলাল সম্পর্কে বই পড়তেন আর স্বদেশ চেতনায় উদ্ভুদ্ধ হতেন। স্কুলে কল্পনা দত্ত ছিলেন অন্যতম বান্ধবী। পরে কল্পনাও বিপ্লবী হন। আই.এ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হন। মাসিক ২০ টাকা বৃত্তি পান। ঢাকায় শ্রীসংঘ , দীপালী সংঘ নামে মহিলা সঙ্গে যোগদান করেন। কলেজ জীবন শুরু করেন কলকাতার বেথুন কলেজে। আন্দোলনে যুক্ত থাকায় ব্রিটিশ বিরোধিতা করায় স্নাতক পাশ করলেও পরীক্ষার ফল আটকে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাষ্টার দার কাছ থেকেই রাজনৈতিক দীক্ষা তাঁর। ১৯৩০ সালে যখন অস্ত্রাগার লুণ্ঠন হয় তখন বয়স মাত্র ২০ বছর। সূর্যসেন , গণেশ ঘোষ , লোকনাথ ব...

হত্যাকান্ডের পাঁচ বছর পরেও বিচারের পথ চেয়ে রাজেশ-তাপসের পরিবার : দেবাঞ্জন পাল

Image
২০১৮ থেকে ২০২৩। দলঞ্চা‌ নদী দিয়ে পাঁচ বছরে অনেকটাই জল বয়ে গেছে। দাড়িভিটে‌ কার নির্দেশে গুলি চলল, তা এখনো জানা সম্ভব হয় নি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গুলি চালায় উর্দিধারী পুলিশ। আর পশ্চিমবঙ্গে পুলিশ মানেই শাসকের প্রচ্ছন্ন প্রশ্রয়ে একের পর এক নির্লজ্জ সংগঠিত অপরাধ।  ইসলামপুরের দাড়িভিট বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষকের দাবি নিয়ে চলা আন্দোলনে প্রকাশ্য দিবালোকে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু ঘটে পাঁচ বছর আগে। বিডিও অফিস থেকে লিখিত আশ্বাস সত্ত্বেও‌ স্কুল পরিচালনা সমিতির সভাপতি তৃণমূল নেতা নিশাচন্দ্র গনেশ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুবোধ মজুমদার, বিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল হুদা, প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডুদের মিলিত ষড়যন্ত্রে‌ উর্দু শিক্ষক নিয়োগ করা হয়। এই চক্রান্তে বিশেষ নেতৃত্ব দেয় ভিলেজ পুলিশ মহম্মদ রেজা। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উর্দু ভাষাশিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় দাড়িভিট স্কুলে। প্রত্যক্ষদর্শীদের মতে স্থানীয় তৃণমূল নেতা কার্তিক বৈরাগী বহিরাগতদের মদতে অতর্কিত ভাবে স্কুল প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের উপর হামলা করে।  ইতিমধ্যেই পুলিশ স্ক...