মুর্শিদাবাদ কি মুঘলস্থানের পথে? ওয়াকফের নামে কীভবে হিন্দু নির্যাতন হয়েছে? ---- ডক্টর সুমন চন্দ্র দাস
গত ২ এপ্রিল ভারতের সংসদে লোকসভা এবং ৫ এপ্রিল রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ হয়। এই বিলে বলা হয় ওয়কফ এখন গরীব পিছিয়ে পড়া মুসলমান এবং অনাথদের জন্য ব্যবহার হবে। সম্পত্তির বিবাদে ওয়াকফ আদালত এখন আরও সম্প্রসারিত হবে। জেলা শাসকদের বিশেষ তত্ত্বাবধানের সুযোগ দেওয়া হবে। আইনি জটিলতা এবং ওয়াকফের নামে জবর দখল বন্ধ হবে। আদিবাসীদের সম্পত্তি ওয়াকফের নামে আর দখল করা যাবে না। উল্লেখ্য পণ্ডিত নেহেরু এই আইনের বলে ওয়াকফ বোর্ডে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। আর তা থেকেই একদেশে একাধিক আইন এবং বিচার পদ্ধতির সূচনা হয়। মোদি সরকার এই আইনের সংশোধন করেন। কিন্তু ওয়াকফ আইনের সঙ্গে মুসলিম ভোটের বিশেষ অঙ্ক জড়িয়ে রয়েছে আর তাই তৃণমূল কংগ্রেস দেশের স্বার্থ নয় মুসলিম স্বার্থকে আগে দেখার পক্ষপাতী বেশি। বর্তমানে ওয়আকফ বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে পরিণত হয়েছে। কিন্তু এই আইনকে ঘিরে দেশের অভ্যন্তরে সিএএ-র মতো বিবভ্রান্তি ছড়িয়ে এক শ্রেণীর মুসলিম সামজের মানুষকে ক্ষেপিয়ে তুলে হিংসাত্মাক কার্যকলাপ শুরু করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকার এই আইনের সম্পূর্ণ বিরোধিতা করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নিজের ভোট ব্যা...