Posts

Showing posts from June, 2025

দুষ্কৃতীদের প্রশ্রয় দেন মাননীয়া ---- ধর্মাবতার

Image
কাজল শেখ কি আইসিকে নিরাপত্তা দিতে পারবেন? অনুব্রত তো মমতার সম্পত্তি! কাদের সংরক্ষণ দেন মমতা? জঙ্গি, খুনি, ভোট লুটেরাদের!  মুখ্যমন্ত্রীর কোলের লোক যেমন, তেমনি ঠিক একই ভাবে রাজ্যের এসআরডিএর চেয়ারম্যান, মন্ত্রীর পদ মর্যাদায় নিরাপত্তাও পেয়ে থাকেন। তিনি তো সব কিছুরই উর্ধে! তাই না? তবে এই কেষ্টই স্বয়ং কয়লা পাচার, গরু পাচার এবং নিয়োগ দুর্নীতিতেও অভিযুক্ত। দীর্ঘ সময় তিহাড়ে জেল খেঁটে এসেছেন। তিনি কুখ্যাত এক অডিও কলে পুলিশকে ৪ থেকে ৫ বার স্ত্রী-মাকে ধর্ষণের হুমকি দিয়েছেন! পুলিশের পাঁচবার নোটিশের পর থানায় পেছনের দরজা দিয়ে হাজির দিয়েছেন, তবুই চোখে মুখে নেই ভয় ভীতির লেশ! সন্দেশখালির শাহজানের মতোই যেন হাজিরা ছিল কেষ্টর!  পাল্টা বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটি ফোনই বাজেয়াপ্ত হয়েছে। আর্থিক দুর্নীতিতে ইতিমধ্যে পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে ওই পুলিশের বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ১৪ বছর ধরে পুলিশমন্ত্রী, দোষীদের ধরা তো দূরের কথা কার্যত অপরাধী গুন্ডাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন।” অনুব্রত মণ্ডল ফোনে স্বয়ং পুলিশ কমিশনার রাজীব কুমারকে হুমকি দিয়েছেন যে বার বার বলা সত্ত্বেও কেন বদলি করা...