"বন্দেমাতরম" প্রকাশের ১৫০ তম বর্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি : ---- বিমল দাস
“বন্দেমাতরম”— এক সঙ্গীত, এক মন্ত্র, এক জাতির আত্মার অনন্ত ধ্বনি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান শুধু কবিতার নয়, এটি ভারত আত্মার ভাষা, যেখানে মাতৃভূমি কেবল ভূমি নন, তিনি দেবী, তিনি শক্তি, তিনি চেতনা। বঙ্কিমচন্দ্র ১৮৭৫ সালে এই গান রচনা করেন, এবং ১৮৮২ সালে উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহকে ভিত্তি করে রচিত তাঁর ঐতিহাসিক উপন্যাস “আনন্দমঠ”-এ তিনি অন্তর্ভুক্ত করেন ‘বন্দেমাতরম’— এক চিরজাগ্রত দেশপ্রেমের অগ্নিমন্ত্র। বঙ্কিমের এই গান শুধু সাহিত্য নয়, এটি ভারতের আধ্যাত্মিক শরীরের প্রতীক। ভারতবাসীর পঞ্চময় কোষের সঙ্গে বন্দেমাতরম গভীরভাবে সম্পর্কিত — ১) অন্নময় কোষ — প্রথম দুটি পংক্তিতে মাতৃভূমির সুজলা সুফলা ভূমির বন্দনা, যেখানে মা তাঁর সন্তানদের আহার ও বেঁচে থাকার শক্তি দেন। ২) আনন্দময় কোষ — তৃতীয় থেকে ষষ্ঠ লাইনে মাতৃভূমির শ্যামল সৌন্দর্যে মগ্ন আত্মার আনন্দের প্রকাশ। ৩) প্রাণময় কোষ — সপ্তম থেকে একাদশ লাইন পর্যন্ত মাতৃভূমি যেন প্রাণসঞ্চারিণী দেবী, যিনি জাতিকে জাগিয়ে তোলেন। ৪) মনোময় কোষ — দ্বাদশ থেকে সপ্তদশ লাইন পর্যন্ত মায়ের শুভ আশীর্বাদে মন জাগে, সৃষ্ট হয় দেশপ্রেমের অন...