রাজেশ - তাপসের জন্য ন্যায় বিচার চাই ---- ড. সুমন চন্দ্র দাস
২০ শে সেপ্টেম্বর ২০১৮ পশ্চিমবঙ্গে বাংলা ভাষার অধিকার ও বাংলা শিক্ষক চেয়ে আন্দোলন করে পুলিশের গুলিতে প্রাণ হারিয়ে হুতাত্মা প্রাপ্তি হয়েছেন দাড়িভীটের তপশিলি সমাজের দুই তরুণ রাজেশ সরকার এবং তাপস বর্মন । আজ দুবছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু কোন দুষ্কৃতী কার নির্দেশে গুলি চালিয়ে বাংলা মায়ের কোল খালি করেছে সেই সম্পর্কে এখনও দোষীদের চিহ্নিত করা সম্ভব পর হয় নি।যদিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য স্কুলে গুলি চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর পুলিশ এখন শাসকের জল্লাদ। সিআইডি তদন্তের নামে পশ্চিমবঙ্গের সন্তান হারা মায়েদের সঙ্গে প্রবঞ্চনা চলছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সদর্থক ভূমিকা পালন করে নি। উল্টে বাংলার শিক্ষক চেয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের কে আরবের দাস উর্দু প্রেমী তৃণমূলের দলদাস পুলিশ রীতিমত হেনস্থা করছে প্রতিনিয়ত। বর্তমানে শাসক দলের রাজনৈতিক নেতাদের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। ৩৪ বছরের হার্মাদদের মতন এখন উন্মাদ পার্টির ক্যাডার হলেন পুলিশ । রীতিমত তৃণমূল পার্টি কর্মীর ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকার বাংলা ভাষা আন্...