রাজা তোর কাপড় কোথায়? --- সুমন চন্দ্র দাস


টলিপাড়ায় সিনেমার রমরমা। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও জয়া এহসান অভিনীত 'বিসর্জন'(২০১৭) দেখেছেন? না রবীন্দ্রনাথের বিসর্জন নয়। পূর্ববঙ্গের হিন্দু বিধবার সঙ্গে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে বসিরহাটের মুসলমান যুবকের। পারফেক্ট লাভ জিহাদের বাস্তব উদাহরণ। 


প্রসেঞ্জিৎ চট্টোপাধ্যায় অভিনীত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা 'অটোগ্রাফ'(২০১০) দেখেছেন?  আপাদমস্তক গালিগালাজে ভরা! বাবা-মা সন্তানদের পাশে বসিয়ে শোনা আর দেখা কহতব্য নয়।

বিমুক্তি জয়াসুনন্দা পরিচালিত এবং  পাওলি দাম  অভিনীত 'ছত্রাক'(২০১১) সিনেমার খবর তো সবাই জানেন। বড় পরিচালক গৌতম ঘোষ টিভির পর্দায় বলেছিলেন নগ্নতাই শিল্পের চাবিকাঠি! দেখতে পারবেন নিজের মেয়ের সঙ্গে বসে? এগুলো শিল্প। কামবৃত্তি ঘরের না বাইরের এই জ্ঞান নেই। 


'কসমিক সেক্স'(২০১৩) এটাও সবাইকার  জানা। চিত্র প্রযোজক পুতুল মাহমুদ এবং পরিচালক অমিতাভ চক্রবর্তী। অভিনয় করেছেন ঋ সেন। রীতিমতো বাউল দর্শনকে পর্ণগ্রাফি করে তুলেছেন। এটাও পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখার মতো নয়। যদিও অফিসিয়ালি মুক্তি পায় 'নি গান্ডু'। মোটামুটি ছবিটা একই। এটাও শিল্প টলিপাড়ার তথাকথিত পরিচালকদের মতে। 


অশ্লীলতা আর প্রোপাগান্ডার বিচারে এগুলি যথার্থ শিল্প? 

'দ্যা বেঙ্গলস ফাইলস'(২০২৫) শিল্প নয়। ঠিক 'বুদ্ধা ইন এ ট্রাফিক জ্যামে'-র মতোই। টলিউডের প্রথম সারির কোনও অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক একজনও প্রতিবাদ করেননি। নন্দনে চত্বরে গিয়ে কেউ বলতে পারেননি বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ছবি মুক্তি পাওয়ার পরও কেন রাজ্যের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না?


 ফেডারেশন নিয়ন্ত্রক বিশ্বাস ভাতৃদ্বয়  আর মাননীয়ার দাপাদাপি! সিনেমা হল আর মলের মালিকদের হুমকি দিয়েছেন স্বয়ং পুলিশ। 

গত ২০ বছরে একজন বাঙালি পরিচালকও হিন্দু বাঙালির নির্যাতন, লড়াই ও সংগ্রাম নিয়ে ইতিহাস নির্ভর সিনেমা তৈরি করেননি। কেন করেন নি? বাম আর তৃণরা ইতিহাস ঘাটতে ভয় পান। তাছাড়া ঠিক করে ওরিয়েন্টেশনটাও হয়নি। 

আসলে ১৯৪৬ সালের একতরফা হিন্দু নিধনের কথা দেখলে-শুনলে ২০২৬ সালের নির্বাচনে ভোট ব্যাঙ্ক সরে যাবে। দুধেল গাই রা গোসা করবেন। তবে ইতিহাসকে ভুলে গেলে ইতিহাসও বার বার ফিরে আসে। আর তারপর জাতির ইতিহাসও মুছে যায়। 


কাশ্মীর থেকেও খারাপের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ২০৩০ সালে জন বিন্যাস আর ভারসাম্য আরও বদলে যাবে। আপনি সুরক্ষিত থাকবেন তো? ১৯৪৬, ১৬ অগাস্ট বার বার ফিরে আসবে। আটকাতে পারবেন না।


বিশ্ব খ্যাত অমর্ত্য থেকে অনুপর্ণা, সকলেই প্যালেস্টাইন নিয়ে চিন্তিত কিন্তু হিন্দু বাঙালিদের নিয়ে চিন্তিত নন। বঙ্গে সিনেমার উপর নিষেধাজ্ঞা! মুখে কুলুপ! কবে মুখ খলবেন! জানিনা। 


ত্রাতা নেই! তাই নিজেদেরই হতে হবে নায়ক।

 সুমন চন্দ্র দাস

১০.০৯.২০২৫ 


 #TheBengalsFiles 

#VivekAgnihotri 

#imbuddha 

#tollywood #bollywood  #দূষিতবাংলা

Comments

Popular posts from this blog

মুর্শিদাবাদ কি মুঘলস্থানের পথে? ওয়াকফের নামে কীভবে হিন্দু নির্যাতন হয়েছে? ---- ডক্টর সুমন চন্দ্র দাস

"বন্দেমাতরম" প্রকাশের ১৫০ তম বর্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি : ---- বিমল দাস